Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
বাবরকে ছাড়িয়ে অন্য উচ্চতায় কোহলি

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫ ০৯:১৭

নতুন রেকর্ড গড়েছেন কোহলি

ক্রিকেটে তার রেকর্ডের কমতি নেই। আইপিএলে বিরাট কোহলি ছুঁলেন আরেকটি অনন্য মাইলফলক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে বাবর আজমকে ছাড়িয়ে গেলেন তিনি। স্বীকৃত টি-২০তে প্রথমে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক এখন কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গত রাতে মাঠে নেমেছিলেন কোহলি। রাজস্থানের বিপক্ষে শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও পড়ে সেটা পুষিয়ে দিয়েছেন তিনি। ৮ চার ও ২ ছক্কায় ৪২ বলে করেছেন ৭০ রান।

বিজ্ঞাপন

এই ইনিংস খেলার সময় কোহলি গড়েছেন নতুন রেকর্ড। স্বীকৃত টি-২০তে আগে ব্যাটিংয়ে নেমে কোহলির এটি ৬২তম হাফ সেঞ্চুরি, যা এই ফরম্যাটে সর্বোচ্চ।

কোহলি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের বাবর আজমকে। প্রথমে ব্যাটিং নেমে বাবরের হাফ সেঞ্চুরি ৬১টি। এই তালিকায় বাবরের পরেই আছেন ক্রিস গেইল, তার হাফ সেঞ্চুরি ৫৭টি। এরপর আছেন ৫৫টি হাফ সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার, ৫২ হাফ সেঞ্চুরি করা জস বাটলার ও ফাফ ডু প্লেসি।

আগে-পরে ব্যাটিং মিলিয়ে টি-২০ ক্রিকেটে কোহলির আছে ১১১টি হাফ সেঞ্চুরি। তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে, তার হাফ সেঞ্চুরি ১১০টি। কোহলির সামনে আছেন শুধুই ওয়ার্নার, তার হাফ সেঞ্চুরি ১১৭টি।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ বাবর আজম বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর