Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের যাত্রা শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ০৯:২২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১২:০৮

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

ঢাকা: আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে যাচ্ছে। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন এই অভিনেতা।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। এই অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।

দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।

উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হাসিনা সরকারের পতনের পর (গত বছরের ৫ আগস্ট), এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করছে।

সারাবাংলা/এফএন/এমপি

ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল নিরাপদ সড়ক চাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর