Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির পঞ্চম দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ০৯:৪০

ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আজ পঞ্চম দিনের মত বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুলশান জোন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল করবে দলটি।

দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

আজ পঞ্চম দিনেও তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি।

সারাবাংলা/এফএন/এমপি

‘গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আন্দোলন’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর