Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে ভারতে বন্ধ পিএসএলের সম্প্রচার

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫ ০৯:৪৯

ভারতে আর দেখা যাবে না পিএসএল

কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। অনুমেয়ভাবেই অতীতের মতো ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব প্রভাব ফেলেছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে, দেশটির কোথাও আর দেখা যাবে না চলমান পাকিস্তান সুপার লিগের কোনো ম্যাচ।

ভারতে এই মৌসুমের শুরু থেকেই পিএসএলের ম্যাচ সম্প্রচার করছে অনলাইন অ্যাপ ফ্যানকোড। কাশ্মীরের ঘটনায় দুই দেশের মধ্যে যখন তুমুল উত্তেজনা, সেই সময় তারা এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএলের এবারের মৌসুমের আর কোনো ম্যাচ সম্প্রচার করবে না তারা।

বিজ্ঞাপন

শুধু ফ্যানকোড নয়, ভারতভিত্তিক ক্রিকেট বিষয়ক সংবাদমাদ্ধন ক্রিকবাজও নিয়েছে একই অবস্থান। গতকাল রাত থেকেই তারা পিএসএলের সব ধরনের কভারেজ বন্ধ রেখেছে। তাদের হোমপেজে নেই পিএসএলের কোনো চিহ্ন। শুধু তাই নয়, পিএসএলের আগের খবরগুলোও আর দেখা যাচ্ছে না। মুছে দেওয়া হয়েছে পিএসএলের ম্যাচের সূচি ও স্কোরকার্ডও।

এদিকে কাশ্মীরের ঘটনার পরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ খেলতে রাজি নয় তারা। আইসিসি যেন পরবর্তী বৈশ্বিক টুর্নামেন্টে ওভাবেই সূচি ফেলে, সেই আবেদনও করেছেন তারা।

সারাবাংলা/এফএম

কাশ্মীর পাকিস্তান পিএসএল ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর