হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৭০০ মানুষ
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১০:২২
২৫ এপ্রিল ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১০:২২
ঢাকা: বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘বিউটিফুল বাংলাদেশ রান’-২০২৫ ম্যারাথন প্রতিযোগিতা। ছোটদের জন্য দুই কিলোমিটার ও বড়দের জন্য সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন হয়।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনের এটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর হাতিরঝিলে পুলিশপ্লাজা থেকে শুরু হয় ম্যারাথন। বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
ম্যারাথনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরসহ ঢাকায় নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের অ্য়াভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেন।
বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদেরও জন্যও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রান শেষে অংশগ্রহণকারীদের জন্য ছিলো ছাতা, ফটো কনটেস্ট। এছাড়া ম্যারাথনে অংশ নেওয়া সবাই ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন।
আয়োজকরা জানান দেশের এভিয়েশন এবং পর্যটন খাতের সম্ভাবনাময় নানা দিক তুলে ধরাই এই ম্যারাথনের মূল লক্ষ্য।
সারাবাংলা/এফএন/এমপি