Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৫৮

কুবি করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১১:৫৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৪৪

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৫৮ জন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসসহ মোট ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪১০টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনে প্রতিযোগিতা করবেন ৫৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এবার আমরা গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কান, চোখ, মুখমণ্ডলসহ প্রয়োজনীয় চেক করা হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার ১ ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ৩০ মিনিট আগ পর্যন্ত হলে প্রবেশের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’

তিনি আরও জানান, পরীক্ষার্থীরা ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ব্যাগ সঙ্গে আনা গেলেও তা কেন্দ্রে নির্ধারিত স্থানে জমা দিতে হবে। পরীক্ষার দিন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।

সারাবাংলা/এমপি

কুবি ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর