Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিওভুক্তদের ৫০% উৎসব ভাতা, পাওয়া যেতে পারে ঈদুল আজহায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৪:০১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:০৬

বিভিন্ন দাবিতে রাজধানীতে সারাদেশের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন – (ফাইল ছবি)

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকেই এটি কার্যকর হতে পারে।

সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ-সংক্রান্ত একটি প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হতে পারে।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সূত্র মতে, বর্তমানে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।

সূত্র জানায়, তবে এজন্য নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ থেকে ২২৯ কোটি টাকা সংকুলানের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

সূত্র জানায়, এ ধারাবাহিকতায় বিভিন্ন খাতের বরাদ্দ থেকে অ-ব্যয়িত ২২৯ কোটি সংস্থান করে তা উৎসব ভাতা হিসেবে প্রদানে অর্থ বিভাগের চূড়ান্ত সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সূত্র জানায়, বিশ্বব্যাংক-আইএমএফ এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: বিগত সরকার ক্ষমতায় থাকতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণসহ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন।

সারাবাংলা/আরএস

৫০ শতাংশ হারে উৎসব ভাতা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী