সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৯০০ কেজি আম জব্দ
২৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৮
সাতক্ষীরা: রংপুরে পাঠানোর সময় কেমিক্যাল মিশ্রিত ৯০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বাঁকাল হাইস্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আম জব্দ করা হয়। এ সময় আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।
আটক ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী (৪৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।
সদর উপজেলার কমিশনার (ভূমি) অতীশ সরকার জানান, শ্যামনগর থেকে দুটি পরিবহন যোগে অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত আম রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৫টি ক্যারটে থাকা ৯০০ কেজি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ব্যবসায়ী আব্দুল্বলাহ গাজীকে। রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ হওয়া আম বাঁকাল হাইস্কুলের পাশে রোলার দিয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসডব্লিউ