Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৪:১১

নিহত মাছ ব্যবসায়ী নিহত সাইফুল আলম।

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, ভোরে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারি মাছের রেনু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী তার মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতি রোধ করে। পরে পিস্তলসহ দেশিয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর