Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাসায় নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত তানজিনা বেগম (২৩) তার স্বামীকে নিয়ে ওই বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। উভয়ই পোশাক কারখানার কর্মী ছিলেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পতেঙ্গার খালপাড় এলাকার একই ভবনের নিচ তলার ভাড়া বাসায় তানজিনার দুই ভাইও তাদের সঙ্গে থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন।

বিজ্ঞাপন

গত (বৃহস্পতিবার) রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ