শরীয়তপুরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ এপ্রিল ২০২৫ ১৪:৩৪
শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে রাশেদ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরভূইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত রাশেদ ওই এলাকার মৃত আবদুর রশিদ মৃধার ছেলে। রাশেদ পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলছিল রাশেদের মরদেহ। পরে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ