মদিনা শহরকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ৩
২৫ এপ্রিল ২০২৫ ১৬:০৯
রংপুর: ইসলামের দ্বিতীয় পবিত্রতম ভূমি মদিনা শহরকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় রংপুরের তারাগঞ্জে দুই কিশোরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার হিন্দুধর্মাবলম্বী এক কিশোর মদিনা শহরকে কটাক্ষ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে কিশোরসহ ছয়জন ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওই কিশোরদের গ্রেফতারের দাবি জানানো হয়।
ওসি জানান, এ ঘটনার পর লিমন নামের এক যুবক থানায় সাইবার নিরাপত্তা আইনে পোস্টাদাতা কিশোরসহ ছয়জনের নামে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/এইচআই