নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জামায়াতের আমিরের
২৫ এপ্রিল ২০২৫ ১৬:১৯
ময়মনসিংহ: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এতে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আপনাদের পূর্ণ সমর্থন দেব।’
তরুণদের উদ্দেশে জামায়াতে আমির বলেন, ‘তোমরা হবে আমাদের আগামীর নেতা। আমরা হবো তোমাদের কর্মী। যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই।’
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলায় প্রথমবারের মতো উন্মুক্তভাবে জামায়াতের কর্মী সম্মেলন হলো। হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে সকাল ৯টায় সম্মেলন শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়।
মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ কেন্দ্রীয়-মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
সারাবাংলা/এসডব্লিউ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাশে জামায়াতে ইসলামী