Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামবিদ্বেষী যেকোনো প্রস্তাব বাতিলের দাবি খেলাফত মজলিসের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৭:১২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৫২

বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস।

ঢাকা: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনসহ ইসলামবিদ্বেষী যেকোনো প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘এই কমিশন গঠন করা হয়েছে কিছু উচ্ছিষ্ট নাস্তিক ও পশ্চিমা দালালদের দিয়ে, যাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা।’

তিনি বলেন, ‘নারীর অধিকার নিশ্চিত করার কথা বলে তারা আসলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভিন্ন পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে সব ধর্মের নারীদের জন্য এক আইন চালুর প্রস্তাব দিয়েছে তারা। এটা সরাসরি কোরআন-সুন্নাহর বিরুদ্ধে এবং মুসলমানদের বিশ্বাসের উপর নগ্ন আঘাত। আমরা এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড কখনো মেনে নেব না।’

দলটির আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবিসমূহ ইসলামবিদ্বেষী। তাই কমিশনের এই প্রতিবেদনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি।এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান আহমদ আলী কাসেমী।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারাদেশে বিক্ষোভে কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

খেলাফত মজলিস নারীবিষয়ক সংস্কার কমিশন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ