Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২, অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৫২

প্রতীকী ছবি

ঢাকা: সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে এবং অন্যান্য ঘটনায় ৫৭০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। এ সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৪২ জনকে।’

অভিযানের সময় একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন এআইজি ইনামুল হক সাগর।

সারাবাংলা/এমএইচ/এসআর

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর