Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য সালেহা খানমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৭:২৯

সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানম।

ঢাকা: সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল এর মা সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানম বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সালেহা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুমা সালেহা খানম একজন আদর্শবান, ন্যায়পরায়ণা ও ধর্মপ্রাণ নারী। একজন দায়িত্বশীল মা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই মহিয়সী নারী সুখে-দুঃখে সবসময় স্বামীসহ নিজ সন্তানদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। একজন পরহেজগার নারী হিসেবেও তিনি নিজ এলাকায় সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে পরিবার, নিকটজনসহ এলাকাবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমা সালেহা খানমকে বেহেস্ত নসীব এবং শোকাচ্ছন্ন পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমা সালেহা খানম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এনজে

মৃত্যু সাবেক সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর