Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে হবে: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৫২

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলে চালানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা কোনো নতুন আদর্শ চাপিয়ে দেওয়া মেনে নেব না। গণতন্ত্র ও গণআন্দোলনের পথ রুদ্ধ করতে যে সহিংসতা চালানো হয়েছে, তার বিচার চাই।’

নির্বাচন নিয়ে অযথা কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘ডিসেম্বরে বা তার আগে পরে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কাজের যে অগ্রগতি, আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যদি সদিচ্ছা থাকে তবে ডিসেম্বরের ভেতরে বা এমনকি তার আগে জাতীয় নির্বাচন সম্ভব।’

সাইফুল হক বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবেন। আইসিটি ট্রাইব্যুনালে বিচারের কাজ চলছে। বাকি থাকে প্রশাসনের প্রস্তুতি। সরকার যদি পরিষ্কার স্ট্যান্ড নেয়, তাহলে আগামী ২-৩ মাসের মধ্যে সমগ্র প্রশাসন ঢেলে সাজানো সম্ভব। সুতরাং, সেদিক থেকে অপ্রয়োজনীয় সময় নেওয়ার কোনো সুযোগ নেই।’

ভারতের আধিপত্যবাদ নিয়েও উদ্বেগ প্রকাশ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ নানা ইস্যুতে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

গণঅভ্যুত্থান জাতীয় নির্বাচন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর