Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৮:৩০

নিহত দুই চাচাতো বোন

বান্দরবান: জেলায় নাইক্ষ্যংছড়িতে বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ক্যাংগারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) ও মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনিপানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই

২ বোনের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু বেড়ি বাঁধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর