বান্দরবান: জেলায় নাইক্ষ্যংছড়িতে বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ক্যাংগারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) ও মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনিপানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।
এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানান তিনি।