Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে সন্তান খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৯:১২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:১৭

প্রতীকী ছবি

সাতক্ষীরা: ঘুমন্ত শিশু সন্তানকে বটি দিয়ে গলা কেটে করে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত শিশুর নাম খাদিজা খাতুন (দেড় বছর)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। গ্রেফতার ঘাতক মায়ের নাম আসমা খাতুন (২৪)। সে কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের স্ত্রী ও বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।

বিজ্ঞাপন

কলারোয়া উপজেলার বাটরা গ্রামের রেশমা খাতুন জানান, তার দুই ভাই মালেয়েশিয়ায় থাকে। ২০২১ সালের জুন মাসে তার বোন আসমার সঙ্গে একই উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের বিয়ে হয়। পরবর্তীতে আসমার দুটি সন্তান হয়।

তিনি বলেন, সম্প্রতি আসমা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। এ কারণে তার মা আলেয়া খাতুন বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) আসমাকে চিকিৎসার জন্য শশুরবাড়ি থেকে বাড়িতে আনেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় রেখে ঘুম পাড়াচ্ছিল।

এ সময় মা আলেয়া মেয়ে আসমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য মটরভ্যান আনতে যান। কিছুক্ষণ পর আসমা রান্না ঘর থেকে ধারালো বটি নিয়ে ঘুমন্ত অবস্থায় খাদিজার গলা কুপিয়ে হত্যা করে।

জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাব্বর হোসেন জানান, শিশু সন্তানকে হত্যার পর আসমা সেখানেই বসে ছিল। মানসিক ভারসাম্য হারানোর ফলে এ ধরণের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আসমা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে। শিশু খাদিজার লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

খুন মা শিশু

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর