পানি কমিশন গঠন ও বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিতের দাবি ফরহাদ মজহারের
২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪৪
ঢাকা: দেশের নাগরিকদের বিনা পয়সায় সুপেয় পানি পাওয়ার অধিকার আছে- বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেন, সরকারকে সুপেয় পানি সরবরাহের নিশ্চয়তার প্রদান করতে হবে। এ লক্ষ্যে অবিলম্বে পানি কমিশন গঠন করতে হবে। বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা কোনো ফ্যাসিস্টের আওতায় পড়ে নাই।
শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক গণসমাবেশে ফরহাদ মজহার এসব কথা বলেন তিনি।
শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ নিরাপদ পানির দাবিতে যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর, গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।
ফরহাদ মজহার বলেন, কিছু কিছু কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তালবাহানা করছে সরকার। বাংলাদেশের উন্নয়নে নীতির গোড়ায় থাকবে পানি। পানি আমাদের জীবন রক্ষা করে। কোম্পানির হাতে পানির অধিকার তুলে দেওয়ার অধিকার সরকারের নাই। সরকারকে আমরা সহযোগিতা করব যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেও পানি পায়। বিনা পয়সায় পানি পাবার অধিকার জনগণের রয়েছে। যারা সুপেয় পানি বিভিন্নভাবে নষ্ট করছে, তাদের ক্রিমিনালের আওতায় ফেলে দিতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে এবং আমরা যেমনটি করে মনে করেছিলাম, তেমন হয় নাই। গণঅভ্যুত্থানের সুফল জনগণের গোড়দোড়ায় পৌঁছে দিতে সরকার ব্যর্থ হয়েছে। রাজনীতিতে আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝি।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন, তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন, তাহলে সুপেয় পানির ব্যাপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয়, এমন সরকার আমাদের দেশে দরকার নাই।
সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে, জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলব। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আগে দেখতাম, ঢাকা শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল, এখন নাই। সিটি কর্পোরেশনের কাছে দাবি অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের টাকার যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোন কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার।
সারাবাংলা/এফএন/আরএস