জব্বারের বলীখেলা
ফের জয়ী বাঘা শরীফ, রাশেদ বলী ‘টেকনিক্যাল আউট’
২৫ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৮
চট্টগ্রাম ব্যুরো: কার বাহুতে জোর কত বেশি— শক্তি প্রদর্শনের লড়াইয়ে মুখোমুখি কুমিল্লার দুই কুস্তিগীর বাঘা শরীফ ও রাশেদ বলী। সুনিপুণ কসরতে সমানে সমান দুজন। কেউ কাউকে টেক্কা দিতে পারছেন না।
মাঠে হাজারো দর্শকের হর্ষধ্বনি। কেউ বাঘা শরীফ আর কেউ রাশেদ বলীর সমর্থক। ঢোলবাদ্যের তাল সমর্থকদের উত্তেজনার পারদ যেন আরও বাড়িয়ে দিচ্ছে।
প্রায় ৩০ মিনিট ধরে দুজনই যখন শক্তির যুদ্ধে সমানভাবে লড়ছেন, তখন প্রধান রেফারি হাফিজুর রহমান ক্ষান্ত হওয়ার বাঁশি বাজালেন। রাশেদ বলীকে ‘টেকনিক্যাল আউট’ ঘোষণা করেন। বিজয় ধরে রাখার হাসি বাঘা শরীফের মুখে।
গতবছরও এই বাঘা শরীফ চ্যাম্পিয়ন এবং রাশেদ বলী রানার্সআপ হয়েছিলেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে বসেছিল ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতার ১১৬তম আসর, যা আব্দুল জব্বারের বলীখেলা নামে পরিচিত। এবার বলীখেলা দেখতে দর্শকের ভিড় যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

দর্শকের ভিড়
এবারের বলীখেলায় প্রথম রাউন্ডে অংশ নেন ৮০ জন।
এতে বিজয়ী চারজনের সঙ্গে আগের বছরের চ্যাম্পিয়ন থেকে চতুর্থ স্থান পাওয়া চারজনসহ মোট আটজন নিয়ে অনুষ্ঠিত হয় চ্যালেঞ্জ রাউন্ড।
চ্যালেঞ্জ রাউন্ডে চট্টগ্রামের কাঞ্চনকে হারিয়ে কুমিল্লার কামাল, কুমিল্লার দিপুকে হারিয়ে একই জেলার বাঘা শরীফ, সীতাকুণ্ডের রাসেলকে হারিয়ে কুমিল্লার শাহজালাল ও রাঙামাটির রুবেলকে হারিয়ে কুমিল্লার রাশেদ বলী সেমিফাইনালে যান।
সেমিফাইনালে বাঘা শরীফ কামালকে এবং রাশেদ শাহজালালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
এর আগে বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃটিশ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে জাগাতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রথম বলীখেলার আয়োজন করেন চট্টগ্রাম শহরের বদরপাতির বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এর ধারাবাহিকতায় প্রতিবছর এদিনে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কালক্রমে এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশাখী মেলাও।
এবারও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে নগরীর লালদিঘীর পাড়সহ আশপাশের এলাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা, যা শনিবার পর্যন্ত চলবে।
সারাবাংলা/আরডি/এসআর
১১৬ তম আসর আব্দুল জব্বার স্মৃতি কুস্তি কুস্তি প্রতিযোগিতা চট্টগ্রাম জব্বারের বলীখেলা জয়ী বাঘা শরীফ লালদিঘী মাঠ