নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ
২৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
কুষ্টিয়া: নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠনের দাবি ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে হেফাজত ইসলামী বাংলাদেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পাঁচরাস্তার মোড়ে সংক্ষিপ্ত গণসমাবেশ করে দলটির নেতারা।
গণসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা।
গণসমাবেশে বক্তারা বলেন, নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের দিয়ে গঠিত এ কমিশনের সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধি বিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী,ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি।
এছাড়াও সমাবেশে ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় গণসমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
সারাবাংলা/এনজে