Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা আ.লীগের সঙ্গে আঁতাত করছে তাদের ছাড় দেওয়া হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২০:৩১

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা বিগত ১৬ বছর নির্যাতন, খুন ও গুম করেছে। তারাই দেশ থেকে পালিয়েছে। যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতা টুকু বলেন, ‘দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করি— কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এটাই ফ্যাসিবাদি আওয়ামী লীগ। মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন এরা আবার ফিরেও আসতে চাইলে পিটিয়ে বিদায় করবেন। এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কন্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান বক্তব্য রাখেন।

সারাবাংলা/এসআর

আ.লীগের সঙ্গে আঁতাত ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড় দেওয়া হবে না বিএনপি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর