ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করায় বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবি রিজভীর
২৫ এপ্রিল ২০২৫ ২১:১০
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই শহিদদের আত্মার শান্তির জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। যেসব নির্বাচন কমিশনার নির্বাচনকে প্রহসনে পরিণত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করেছে তাদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচার করতে হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে চব্বিশের গণআন্দোলনে শহিদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানকে বিএনপি পরিবারের উদ্যোগে চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, ‘যাদের কারণে ফ্যাসিবাদ চিরস্থায়ী থাকার চেষ্টা করেছিল, যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কাজ করে গেছেন, তাদের কেনো গ্রেফতার করা হয়নি? উনি হাসিনাকে ফ্যাসিবাদ করার সুযোগ করে দিয়ে গেছেন। পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন। এ সবকিছুর জন্য বিচারপতি খাইরুল হকই দায়ী। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।’
তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলো এখনো প্রত্যাহার হচ্ছে না কেনো? এরই মধ্যে আমরা রাতের অন্ধকারে ফ্যাসিবাদের আগমনী দেখতে পাচ্ছি। যদি আবারো ফ্যাসিবাদের কণ্ঠ জেগে উঠে আমরা জুলাই শহিদদের প্রতি কি জবাব দিবো?
রুহুল কবির রিজভী বলেন, ‘‘প্রধান নির্বাচনের একটি কথা আমার কাছে ইতিবাচক বলে মনে হয়েছে। প্রধান কমিশনার বলেছেন, আর সংস্কারের দিকে তাকাবো না, নির্বাচনের দিকে মনোযোগ দিব। এটাই সত্য। আমরা প্রধান নির্বাচনের কথায় আশস্ত হয়েছি। ‘
রিজভী বলেন, ‘সংস্কার একদিনে হবে না। সংস্কার হবে, সংশোধন হবে। আবার নতুন আইন হবে। তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে কেনো দাঁড় করানো হচ্ছে।’
শেখ হাসিনার নির্দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘জনগণের জন্য কাজ করে গেছেন যে দেশনেত্রী, তিনি হাজার প্রতিকূলতায় দেশের মাটিকে ছেড়ে যাননি। সেই নেত্রীকে হাজতে পাঠিয়ে দিলেন। কারণ তিনি আপোস করেননি।’
তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই। মূল যে দায়িত্বগুলো সেগুলো দ্রুত কার্যকর করেন। শেখ হাসিনার দোসর যেসব ব্যবসায়ীরা, তাদেরকে শাস্তি দিন। কিন্তু তাদের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দিলে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে।’
রিজভী বলেন, ‘যদি শহিদদের প্রতি নূন্যতম শ্রদ্ধা ও মর্যাদা থাকে, তাহলে এই ফ্যাসিস্টদের রক্ষাকারীদের বিচার করতে হবে।’
সারাবাংলা/এফএন/এইচআই
ফ্যাসিস্ট হাসিনা বিএনপি বিচারপতি খায়রুল হক রিজভী রুহুল কবির রিজভী