Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের আগে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২১:২৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২১:৪২

রামপুরা ব্রিজে এনসিপির গুলশান জোনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অবিলম্বে এই দলের নিবন্ধন বাতিল করার দাবিও জানান তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে এনসিপির গুলশান জোনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তুষার বলেন, ‘আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে এই দলের নিবন্ধন বাতিল করতে হবে। এটাই আমাদের ফয়সালা। এ বিষয়ে কোনো অজুহাত জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন বেইমানি ছাত্রসমাজ মেনে নেবে না।’

এ সময় তিনি অভিযোগ করেন, ‘পুরোনো ফ্যাসিবাদ আইনে নির্বাচন হতে দেওয়া যাবে না। এই নির্বাচন কমিশনকে নিয়ে আমরা সন্দেহ করছি। আপনারা কি আবারো কারচুপির নির্বাচন করতে চান? এনসিপি সেটা করতে দিবে না। নির্বাচন কমিশন বিভিন্ন ভূঁইফোর সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দিচ্ছে না। আমরা বলতে চাই যে এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এনসিপি এই দাবিতে অনড়। আর তাই আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক নাজমুল হাসান, সদস্য ফাহিম পাঠান, ইমরান ইমন, হাতিরঝিল থানার প্রতিনিধি আব্দুল গাফফার ও রবিন আহমেদ, রামপুরা থানা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বনানী থানার প্রতিনিধি এনামুল হক এবং বাড্ডার নেত্রী লাইলী আক্তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

আ.লীগ নিষিদ্ধ এনসিপি জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর