Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২৩:০০

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ঢাকা: খুনি হাসিনাকে দেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, খাতা কলমের সম্পর্ক আর দেশের জনগণের সম্পর্ক কোনোদিন এক হতে পারে না।

শুক্রবার (২৫ এপ্রিল) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ কথা বলেছেন তিনি। ‘জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

সারজিস বলেন, ‘ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশি দেশের সম্পর্ক যদি ভালো রাখতে চান, তাহলে যে সকল খুনিদেরকে ওই দেশে আশ্রয় দিয়ে রেখেছে। তাদেরকে বাংলাদেশে পাঠান। বাংলাদেশের মাটিতেই তাদের বিচার হতে হবে।’

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘সংস্কার না নির্বাচন, আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন। বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহিদরা। জুলাই অভ্যুত্থানের শহিদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না।’

তিনি বলেন, এই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, অন্য কোনো কিছু এই অন্তর্বর্তী সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে। আগে সংস্কার না নির্বাচন। ভারতের মদদে এবং খুনি হাসিনার হাতে এই পিলখানার হত্যা হয়েছে, শাপলা গণহত্যা হয়েছে, জুলাই গণহত্যা হয়েছে। এই খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু আমরা মেনে নিবো না।’

সারজিস আলম বলেন, ‘আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? এই সকল বিচার না করে এই অন্তর্বর্তী সরকার যদি অন্য কোনো কিছু করার চিন্তা করেন, তাহলে এই সকল রক্তের দায়বদ্ধতা কখনোও এড়াতে পারবেন না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ জেনারেশনকে (প্রজন্ম) ভয় করুন। যদি এ জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এ জেনারেশন সব ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেঁনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি জাতীয় নাগরিক পার্টি ভারত শেখ হাসিনা সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর