মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত
২৬ এপ্রিল ২০২৫ ০২:৪৬
মুন্সীগঞ্জ: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে এক কিশোর। এ সময় তার দুই বন্ধু আহত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া মানাবে পার্কের সামনের সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মিরাজ (১৬)। সে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে আলীপুর এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় উল্লিখিত স্থানে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তিন বন্ধু গুরুতর আহত হয়। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিরাজ এর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/পিটিএম