Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার কেজি সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ০২:৫৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০২:৫৭

বেচাকেনা নিষিদ্ধ ২৯ হাজার ৩১০কেজি সরকারি চাল জব্দ। ছবি: সারাবাংলা কোলাজ

নওগাঁ: জেলার রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেচাকেনা নিষিদ্ধ ২৯ হাজার ৩১০কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

শেখ নওশাদ হাসান জানান, ‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে দু’টি গোডাউনে মজুত করে রাখা হয়েছে- এমন গোপন খবরের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচলনা করে। অভিযানে দুই গোডাউন থেকে ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়।

এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। তবে অভিযানের সময় চালের কোনো মালিক পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান,রাণীনগর থানাপুলিশ ও একডালা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

কেনাবেচা চাল জব্দ সরকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর