৩ বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস
২৬ এপ্রিল ২০২৫ ০৯:০৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১০:৪৮
ঢাকা: দেশের তিন বিভাগে বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর বৃষ্টিপাত থাকতে পারে টানা তিন দিন। তবে আপাতত ঢাকায় বৃষ্টির দেখা মিলছেনা। শনিবার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিপাত হবে রোববারও (২৭ এপ্রিল)। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবারের (২৮ এপ্রিল) পূর্বাভাস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে দিন এবং রাতের ভাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবারও (২৯ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সারাবাংলা/জেআর/এনজে