Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমান মাঝারি, দূষণের শীর্ষে দিল্লি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১১:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ নানা করণে বিশ্বের বিভিন্ন দেশের বড়-ছোট শহরগুলোর বাতাসে দিন দিন বাড়ছে দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষণের কবলে রয়েছে। অবশ্য গত কয়েক দিনে শহরটির বাতাসে দূষণ কিছুটা হলেও কমেছে।

শনিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে ঢাকার বাতাস মাঝারি অবস্থায় রয়েছে।

এদিন সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ৯১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা বায়ুমানের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। সে হিসেবে ঢাকার বায়ুমান মাঝারি তালিকায় রয়েছে।

একই সময়ে ৩৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার স্কোর ১৭৬।

মাঝারি অবস্থানে থাকলেও, এমন অবস্থায় বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে বলেছে সংস্থাটি।

সারাবাংলা/এফএন/এনজে

দূষণ বায়ুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর