রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৫
সারাবাংলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ১২:১৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১২:৪১
২৬ এপ্রিল ২০২৫ ১২:১৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১২:৪১
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মনারটেক আম বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও একজন গুরুতর আহত হন।
সারাবাংলা/ইআ