Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:৩১

মোহাম্মদ আলী।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলীর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নাইট শিফটে কাজ করছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী। রাত ৩টার সময় মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা ব্লেড তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউছার আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে সকাল ৯টায় গজারিয়া থানায় উপস্থিত হয়ে কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।’

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

সারাবাংলা/ইআ

ইস্পাত কারখানা মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর