নরসিংদীতে পলাতক ২ আসামি গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:৩১
২৬ এপ্রিল ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:৩১
নরসিংদী: নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামি এরশাদ মিয়া (৩৫) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম্যে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে নরসিংদী সদর ও শিবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ মিয়া রায়পুরা থানার দিঘলিয়াকান্দি এলাকার মালেক মোল্লার ছেলে। হৃদয় মিয়া বেলাব থানার ভাটেরচর এলাকার মজিবর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদে পৃথক অভিযানে এরশাদ মিয়া ও হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসআর