ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক
২৬ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে দোকানের মালিকপক্ষের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মেখল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৮) মেখল গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত আছেন বলে জানিয়েছেন হাটাহাজারী অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন।
স্থানীয়রা জানান, মেখল গ্রামে বাড়ির সঙ্গে লাগোয়া শহীদুলের পরিবারের একটি বিকাশ ও নগদের পরিবেশক প্রতিষ্ঠান ও একইসঙ্গে একটি মুদি দোকান আছে। তার দুই ভাই ওই প্রতিষ্ঠান পরিচালনা করেন।
শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানের দরজার তালা ভেঙ্গে কয়েকজন অস্ত্রধারী যুবক প্রবেশ করে। তারা সেখানে ‘লুটপাট’ চালানোর সময় বাড়ির সদস্যরা টের পান। শহীদুল ঘর থেকে বের হয়ে পেছনের দরজা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। তখন তাকে লক্ষ্য করে গুলি করে।
গুলিবিদ্ধ শহীদুল বর্তমানে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) চিকিৎসাধীন আছেন বলে স্থানীয়রা জানান।
হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘দোকানে ডাকাতির অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আসলে ডাকাতির ঘটনা ছিল কি না সেটা তদন্ত করে দেখছি। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন।’
সারাবাংলা/আরডি/ইআ