Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হওয়া উচিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩

আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

রিজভী বলেন, ‘যারা ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন আদালতের বিচারক। বিচারপতি খায়রুল হক, বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি আসাদুজ্জামান— এ রকম অসংখ্য নাম। এরা সবচেয়ে নির্দোষ যে নারী, জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নিরবিচ্ছিন্নভাবে, শত নিপীড়ন–নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি, মাটিকে ছেড়ে যাননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। সেই বিচারকেরা কেন শাস্তির আওতায় আসবেন না।’’

তিনি বলেন, ‘‘ফ্যাসাবেদর যারা বিচারক, তাদেরও বিচার হতে হবে। আমরা নুরেমবাগ ট্রায়ালে দেখেছি- হিটলারের আদালতের যারা বিচারক ছিলেন, কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় যারা লাখ লাখ কয়েদিকে পুড়িয়ে মারার রায় দিয়েছেন, বিচার করেছেন, তাদের কি বিচার হয়নি? তাদের যদি বিচার হতে পারে, তাহলে আজকে শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে।’’

রিজভী বলেন, ‘‘একটি দেশের জনসখ্যার চেয়ে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। ডেনমার্কে ৫০ লাখ লোক বসবাস করেন। অথচ আমাদের দেশে বিএনপির ৬০ লাখের বেশি নেতা–কর্মীকে আসামি করা হয়েছে।’’

বিজ্ঞাপন

ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এবং ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর