Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাবার ঘোষণাপত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:৫২

কুমিল্লা: পৃথিবীতে সব চেয়ে মধুর সম্পর্ক হলো বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। সন্তানের জন্য বাবা-মা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে দ্বিধা করেন না। সেই মধুর সম্পর্ক কতোটা তিক্ত হলে বাবা সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। এমনি এক ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আদালতের দ্বারস্থ হয়েছেন একজন বাবা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা আদালতে হাজির হন উপজেলার নগরপাড় গ্রামের মো. মফিজুল ইসলাম ও তাহমিনা বেগম দম্পতি।

বিজ্ঞাপন

তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে ছোট ছেলে নাঈম সরকারকে নিয়ে তারা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন।

অভিযোগ রয়েছে নাঈম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে নিয়মিত মদ-গাঁজা, হিরোইন, ইয়াবাসহ নানান মাদক সেবন করে আসছে। প্রতিনিয়ত মা, বাবাসহ পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করেন। তার এ আচরণে মা বাবাসহ পরিবারের সবাই অতিষ্ঠ।

এ অবস্থায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা কুমিল্লা আদালতে এসে উকিলের মাধ্যমে হলফনামা করে ছেলে নাঈম সরকারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করেন।

মফিজুল ইসলাম বলেন, একজন জন্মদাতা বাবা কতটা নিরুপায় হলে তার আদরের সন্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আপনারা তা বুঝে নেন। আমি মানসিকভাবে খুব বিধ্বস্ত, এর বেশি আর কিছু বলতে চাই না।

নাঈম সরকারের বক্তব্য জানার জন্য তাকে কল দিলে পাওয়া যায়নি।

হরফনামায় মফিজুল ইসলাম উল্লেখ করেছেন, ‘সে (মো. নাঈম সরকার) আমার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। তাকে আমি আদর যত্ন করে লালন করেছি। বর্তমানে সে একাদশ শ্রেণির ছাত্র।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে সে আমার কোনো কথা শুনতে চায় না। তার আচরণ ভাষায় প্রকাশ করার মতো নয়। সে মদ, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক সেবন করে। বাসায় গভীর রাতে ফিরে আর আমাদের সঙ্গে অমানবিক নির্যাতন ‍ও গালিগালাজ করে। এ ছাড়া ভিন্ন ধর্মের এক নারীর প্রতি আসক্ত। বর্তমানে সে এমন কিছু কাজ করেছে যা আমাদের পরিবারের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

বিজ্ঞাপন

হরফনামায় আরও উল্লেখ আছে, ‘আমি তার সঙ্গে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, দালিলিক, যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পতি থেকে অধিকার ছিন্ন করার অর্থাৎ সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’

সারাবাংলা/এইচআই

৪ সদস্য নিহত পাকিস্তানে বোমা বিস্ফোরণ বাবা আদালতের দ্বারস্থ বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন সম্পর্ক ছিন্ন

বিজ্ঞাপন

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস
২৬ এপ্রিল ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর