Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপচে পড়া ভিড় মেট্রোরেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:১৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩

মেট্রো স্টেশনে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ফিলিস্তিন, ভারত, রোহিঙ্গা মুসলিমসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানাতে রাজধানীর প্রেসক্লাব এলাকায় সমাবেত হয়েছেন লাখো মানুষ। শনিবার (২৬ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত লোকারন্য থাকে পুরো প্রেসক্লাব, সচিবালয়, হাইকোর্ট এলাকা। মানুষের চাপে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে মেট্রোরেল চলাচলে। সকাল থেকে মতিঝিল, সচিবালয়, টিএসসি এবং শাহাবাগ স্টেশনে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মতিঝিল স্টেশনে দেখা গেছে টিকিট কাউন্টারগুলোতে তিল ধারনের ঠাঁই নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ কেউ ফ্লোরে বসে পড়েছেন। মেট্রোর সিঙ্গেল টিকিট সংকট থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। ট্রেনগুলো স্টেশনে ল্যান্ড করার পর যাত্রীরা বেরিয়ে গেলেই দ্রুত টিকিট পাচ্ছেন প্রত্যাশীরা। এই চক্রে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে।

বিজ্ঞাপন

মেট্রোরেলের জন্য অপেক্ষায় যাত্রীরা। ছবি: সারাবাংলা।

মিরপুরগামী যাত্রী ইসমাইল হোসেন বলেন, টানা ৪০ মিনিট ধরে আমরা তিনজন লাইনে দাড়িয়ে রয়েছি। লাইন যেন এগোচ্ছেই না। আরও কতক্ষন দাড়িয়ে থাকতে হবে বুঝতে পারছিনা। কাউন্টার থেকে ডিএমটিসিএল এর কর্মী জানালেন একক টিকিট সংকটের কারনে টিকিট পেতে দেরি হচ্ছে। এদিকে ভিড় ছিলো টাকা রিচার্সের কাউন্টারগুলোতে, আবার মেট্রোতে ওঠার লাইনেও। স্টেশনের ওপরে প্লাটফর্মেও একই অবস্থা। একেকটি ট্রেন থামার সঙ্গে সঙ্গে নামার সুযোগও দেওয়া হচ্ছেনা যাত্রীদের। ঠেলেঠুলে ঢুকে যাচ্ছেন যাত্রীরা। আর এ নিয়ে দ্বন্দ্বেও জড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। নারীদের জন্য সংরক্ষিত কামরাতেও একই পরিস্থিতি।

শুধু মতিঝিল স্টেশনই নয়, সচিবালয়, টিএসসি এবং শাহাবাগ স্টেশনেও যাত্রীদের চাপ দেখা গেছে। তবে এরপর কারওয়ান বাজার, বিজয়স্মরনী, আগারগাও স্টেশনগুলোতে যাত্রী ট্রেনে ওঠার চেয়ে নামার সংখ্যাই বেশি ছিলো। তবে মিরপুর-১০, ১১ এবং পল্লবী স্টেশন থেকে যাত্রীদের ওঠার সংখ্যা বেশি দেখা গেছে। মিরপুর-১১ নম্বর স্টেশনেও দীর্ঘ লাইন দেখা গেছে টিকিট কাউন্টারে। যা অন্য কোনো দিন দেখা যায়না।

সারাবাংলা/জেআর/এনজে

ভিড় মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর