Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৯

স্বজনদের আহাজারি

পটুয়াখালী: কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম জাবের (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারসংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের কুয়াকাটা এলাকার হুইছেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হুইছেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয়রা জানায়, শিশু জাবের নানা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কের পাশে নানার সঙ্গে দাঁড়িয়ে ছিল। এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কুয়াকাটা পটুয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস
২৬ এপ্রিল ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর