৫ বছরের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
২৬ এপ্রিল ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩
গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। সেই আলোচনায় একটি এককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।
শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, গাজা সংঘাতের অবসানের জন্য হামাস একটি চুক্তির জন্য প্রস্তুত। চুক্তিতে থাকবে সকল জিম্মিকে এককালীন মুক্তি এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতি।
তবে ১৭ এপ্রিল হামাস ইসরায়েলের একটি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই চুক্তি প্রস্তাবে ১০ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল।
জানা যায়, এর আগে গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছিল। প্রস্তাব করা হয়েছিল, পাঁচ থেকে সাত বছর স্থায়ী একটি চুক্তির। এ ছাড়া ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছিল।
তারও আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে।
আরও পড়ুন-গাজায় একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
ওই যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলে। যুদ্ধবিরতির ফলে ৩৩ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হয়, যাদের মধ্যে আটজন নিহত হয়েছিলেন। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েলি আক্রমণ পুনরায় শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এ যুদ্ধে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।
সারাবাংলা/এইচআই
ইসরায়েল গাঁজা গাজা-ইসরাইল সংঘাত টপ নিউজ যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তি হামাস