মিরপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
২৬ এপ্রিল ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:১১
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত হাফিজুল উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে। তিনি স্থানীয় পোড়াদহ বাজারে জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন।
নিহতের পরিবার সূত্র জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমিনুদ্দিন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। পরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সারাবাংলা/এইচআই
টপ নিউজ ট্রেন দুর্ঘটনা ট্রেনে কাটা পড়ে নিহত নিহত ব্যবসায়ী নিহত