Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী রক্ষা বাঁধে ফাটল, সাতক্ষীরার উপকূলে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:১৮

বেড়িবাঁধে ফাটল

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর নদী তীর রক্ষা বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় উপকূলের বাসিন্দারে মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার হরিনগর ইউনিয়নের সিংহরতলি গ্রামের চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল দেখা যায়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্সি রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১ এর আওতাধীন হরিনগর ইউনিয়নের সিংহরতলী এলাকায় চুলকুনি নদীর ভেড়িবাঁধের প্রায় ৩০ থেকে ৩৫ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা যায়। ফাটল দেখে তারা পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন।

উপকূল রক্ষায় জরুরিভাবে বাঁধ মেরামত করা না হলে প্রবল স্রোতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার রনী খাতুন বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সমাধান হবে। এসময় তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে বাঁধ রক্ষায় কাজ শুরু হয়েছে।

সারাবাংলা/এসআর

উপকূলে আতঙ্ক নদী রক্ষা বাঁধে ফাটল