‘যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করছে’
২৬ এপ্রিল ২০২৫ ১৯:০১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো : নির্বাচন বিলম্বিত করতে যারা নানা বক্তব্য দিচ্ছেন, জনগণ তাদের চিহ্নিত করে রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অসুস্থ ইদ্রিস মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা জানার পর সেখানে নেতাকর্মীদের সঙ্গে মীর হেলাল মতবিনিময় করেন।
মীর হেলাল বলেন, ‘যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে বিপ্লব করেছে, সেটাকে আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তবে অতীতেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে আবার রক্ত দেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছে।’
‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে দেশবাসী ঐক্যবদ্ধ। যারা নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদী কায়দায় নানা বক্তব্য দিচ্ছে, তাদের জনগণ চিহ্নিত করে রাখছে। জনগণ সঠিক সময়ে রাজপথে তাদের জবাব দেবে।’
এসময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও উত্তর জেলার সদস্য সচিব আকবর আলী, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, সাইফুউদ্দীন সালাম মিঠু ছিলেন।
সারাবাংলা/আরডি/এমপি