Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ফ্যাকড-ক্যাব’র ২ দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:২১

মেলার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী।

সিলেট: সিলেটে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোন আয়োজিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকবে। মেলা চলার সময় শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট এডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

এবারের এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৩০০টিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য দিবেন।

মেলায় দেশের প্রথম সারির ৪০টির বেশি টপ এডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পরামর্শ দিবেন। অংশগ্রহণকারীদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন-দ্য-স্পট এডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সুযোগ। এক্সপো চলাকালীন শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পছন্দসই প্রোগ্রাম, টিউশন ফি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারবেন। বিশেষ কনসালটেশন বুথগুলোতে পার্সোনালাইজড গাইডেন্স পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষার লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষ সহায়তা করবে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষামেলার সুযোগ নিয়ে বর্তমান সময়ে আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা নিচ্ছে। তারা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মিশে নানা অভিজ্ঞতা ও সাংস্কৃতিক আদান-প্রদান করেন। দেশে ফিরে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, এ ধরনের মেলা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলে এবং এ প্রক্রিয়াকে সহজতর করে দেয়। তারা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পাশাপাশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে জ্ঞানার্জনের গুরুত্বারোপ করেন।

তিনি ফ্যাকড-ক্যাব’কে এ ধরনের শিক্ষামেলার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভের বিষয়টি কম গুরুত্ব দিয়ে কম খরচে শিক্ষার্থীদের বিদেশের পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।

ফ্যাকড-ক্যাব সিলেট জোন’র প্রেসিডেন্ট ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদিন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খায়রুল হোসাইন, প্রিমিয়ার ব্যাংক লালদিঘীরপার শাখার ম্যানেজার হাবিবুর রহমান, ফ্যাকড-ক্যাব সেন্ট্রাল এর সদস্য সচিব মনিরুল হক, ফ্যাকড-ক্যাব চট্রগ্রাম জোনের সেক্রেটারি একে এম নুরুল বাশার ভুইয়া (সুজন), ইটিসি টুফেল অ্যান্ড জিআরই বাংলাদেশের সেন্ট্রাল ম্যানেজার আনোয়ার নাসের, সেল্টা’র প্রেসিডেন্ট সুলতান আহমেদ, ফ্যাকড-ক্যাব সিলেট জোন’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ হাফিজ, সেক্রেটারি আবু তৈয়ব দীপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান।

বিজ্ঞাপন

স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি আশরাফ হোসাইন পাটওয়ারী জনি ও ইশরাত জাহানের যৌথ সঞ্চালনায় মেলায় উপস্থিত ছিলেন সাব কনভেনয়ার নুরুজ্জামান মনি, নিবাহী সদস্য আব্দুল্লাহ আল নোমান, সাব কমিটির কনভেনার জসিম উদ্দিন, জয়েন্ট কনভেনার পলাশ চক্রবর্তী, অফিস সেক্রেটারি জহিরুল ইসলাম রুবেল ও জহিরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এইচআই

আন্তর্জাতিক শিক্ষামেলা ফ্যাকড-ক্যাব শিক্ষামেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর