২ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল
২৬ এপ্রিল ২০২৫ ১৯:২৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৫
ঢাকা: কারিগরি ত্রুটিতে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরে সন্ধ্যা ৭টার দিকে চালু হয়। ফলে ট্রেন স্টেশনে থামতেই সেকেন্ডের মধ্যে যাত্রী পূর্ণ হয়ে যাচ্ছে প্রতিটি কামরা।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমটিসিএলএর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ শরিফী সারাবাংলাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। ফলে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রাজধানীর পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ নম্বর স্টেশনের প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা কর্মীরা যাত্রীদের ফিরিয়ে দিয়েছেন। এরপর পূণরায় চালু হলে স্টেশনগুলোতে যাত্রীদের চাপ বাড়ে।
সারাবাংলা/জেআর/এমপি