Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি কিনতে গিয়ে ফেরা হলো না সাবিহার, দুর্ঘটনায় অফিস কলিগসহ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৫

প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় অফিস কলিগসহ এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার শিশু। ওই নারী অফিস কলিগকে নিয়ে জমি কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সাবিহা চৌধুরী (৩৭) ও সহকর্মী জাহাঙ্গীর হোসেন মিলন। এ ঘটনায় সাবিহার ছেলে সিফাত চৌধুরী (১১) আহত হয়েছে।

ওই নারীকে হাসপতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, ‘বিকেল ৪টার দিকে সাবিহা ও তার ছেলেকে নিয়ে তারাবো বিশ্বরোড ডেমড়া ব্রিজের কাছ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর হোসেন। এ সময় গাউছিয়া পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। আর আহত হন ওই নারী ও তার ছেলে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

খবর পেয়ে হাসপাতালে আসে মৃত সাবিহার পরিবার। সাবিহার খালা রাশেদা আক্তার জানান, সাবিহার বাড়ি রূপগঞ্জ বরাবো কামাল নগর এলাকায়। তার বাবার নাম শাজাহান চৌধুরী। সাবিহা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস সহকারীর চাকরি করতেন। থাকতেন মতিঝিল এজিবি কলোনিতে। সাবিহার দুই ছেলে বরাবোতে তার নানীর কাছে থাকে।

তিনি বলেন, ‘আজ অফিস বন্ধ থাকায় তার বাবার বাড়িতে গিয়েছিল সাবিহা। সেখানে সাবিহা তার অফিস কলিগ ও ছেলে সিফাতকে নিয়ে জায়গা কেনার উদ্দেশ্যে বের হয়েছিল। তার অফিস কলিগের নাম জাহাঙ্গীর হোসেন মিলন। জানতে পেরেছি তিনি ঘটনাস্থলে মারা গেছেন। আহত সিফাত বরাবো একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত শিশুটির মাথায় আঘাত রয়েছে। এছাড়া তার বাম পা ভেঙে গেছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ দুর্ঘটনা নারায়ণগঞ্জ নিহত

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
২৬ এপ্রিল ২০২৫ ২২:৩০

আরো

সম্পর্কিত খবর