‘আড়িয়াল বিলের বৈচিত্র্য কোনো অবস্থাতেই নষ্ট হতে দেওয়া হবে না’
২৬ এপ্রিল ২০২৫ ১৯:৫১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪
ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্যরা
মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন— আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য কোনো অবস্থাতেই নষ্ট হতে দেওয়া হবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় তারা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শুনেন এবং সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর
আড়িয়াল বিল মুন্সীগঞ্জ শিল্প উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা