‘আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো’
২৬ এপ্রিল ২০২৫ ২০:০০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪
ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ৬ষ্ঠ দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিরপুর জোন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১০ এর স্বাধীনতা চত্বরে (গোল চত্বর) এ বিক্ষোভ সমাবেশে এনসিপির সঙ্গে মিরপুরে শহিদদের স্বজনরাও উপস্থিত ছিলেন।
এনসিপি মিরপুর জোনের যুগ্ম সদস্য সচিব আবু সায়েম বলেন, ‘আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখন আন্দোলন শিখে গেছি। নিজেদের অধিকার আদায় করা শিখে গেছি। তাই আমার ভাইদের রক্তের ওপর দিয়ে ওই দোসরদের আর দেশের মাটিতে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। আমরা প্রতিমূহুর্তে প্রতিহত করবো।’
তিনি বলেন, ‘সরকারকে বলে দিতে চাই। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সংস্কার বা নির্বাচন, কোনটাই হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে, আমরা দূর্বার আন্দোলনে নামবো।’
এনসিপির আরেক সদস্য ইমরান নঈম বলেন, ‘আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহিদ ভাইদের রক্ত এখনো শুকায়নি। আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি ও দেশের মানুষ বরদাস্ত করবে না। যাদের হাতে আমাদের শহিদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।
অপর সদস্য জায়েদ নাসের বলেন, ‘যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে ভারতে আরএসএসের দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দুরভিসন্ধি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিরপুরে জুলাই অভ্যূথ্থানে শহিদদের স্বজনরাসহ এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এফএন/এমপি