আ.লীগকে নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বৈছাআ’র বিক্ষোভ
২৬ এপ্রিল ২০২৫ ২০:১৭
কুষ্টিয়া: জেলায় আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করেতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি বের করে বড় বাজারে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানের প্রস্তাবনাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুর্নবাসনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ হত্যাকাণ্ড চালিয়েছে এবং দেশের মানুষের ভোটার অধিকার, মৌলিক অধিকার হরণ করেছে। গণঅভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও এখনো অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি সুলতান মারুফ তালহা ও মুজাহিদ প্রমুখ।
সারাবাংলা/এইচআই