‘দেশে আইনের শাসন নিশ্চিত করে বিশ্বে উদাহরণ সৃষ্টি করব’
২৬ এপ্রিল ২০২৫ ২০:৫০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪
ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এমন একটি দেশ গড়ে তুলবো যা ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করে বিশ্বে এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, এই দেশ আমাদের সবার। আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করি।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, বেগম রোকেয়া শুধু বাঙালি নারী জাগরণের, বিশেষ করে মুসলিম নারী জাগরণেরই অগ্রদূত নন, বরং তিনি ছিলেন নারীদের অগ্রজ ও সাহসী সৈনিক। তোমরা নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছ, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য। তোমরা প্রতিকূলতার সামনেও মাথা নত করনি, শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশের জন্য তোমরা মেয়েরা ছিলে দৃঢ়প্রতিজ্ঞ।৭১ এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর বিপ্লবে মেয়েদের মধ্যে যে নারী জাগরণ আমরা দেখতে পেয়েছি, তোমাদের আমরা হারিয়ে যেতে দেবো না।
উপদেষ্টা বলেন, তোমাদের যারা স্নাতকোত্তর অর্জন করেছো, তোমাদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয়ে ইন্টার্নি খোলার ব্যবস্থা করা হবে। যাতে তোমরা এই মন্ত্রণালয়ের ইন্টার্নির মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসন ও সমাজে মানুষের কল্যাণমূলক কাজ সম্পর্কে গবেষণা করতে পার।
তিনি বলেন, তোমাদের মনে রাখতে হবে, শিক্ষা মানুষের শুধু ডিগ্রিই দেয় না, বরং মানুষকে সচেতন ও দায়িত্ববান করে তোলে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সত্যের সন্ধান, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করা।
উপদেষ্টা আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীই একজন সম্ভাব্য পরিবর্তনের দূত। সমাজে, রাষ্ট্রে ও বিশ্বে তোমরা ন্যায়ের পক্ষে অবস্থান নেবে। প্রশ্ন করবে, প্রতিবাদ করবে, প্রয়োজনে নেতৃত্ব দেবে। একসঙ্গে আমরা বাংলাদেশকে সকল শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করব।
শুধু নিজের জন্য নয়, গোটা সমাজ ও পৃথিবীর বুকে বাংলাদেশেকে নতুনভাবে পরিচয় করে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এফএন/এইচআই