Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দম্পতি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২১:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০০:১১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা কোর্টবাড়ি এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মাসুম (২৫) নামে এক ব্যক্তি ও তার স্ত্রী ইতি খাতুন (১৯) নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলেই মারা যান ইতি খাতুন।

পথচারী আল ইসলাম শুভ বলেন, ‘সন্ধ্যার দিকে তারা দু’জন হাত ধরাধরি করে যাচ্ছিল। আবার মোবাইল দিয়ে সেলফি তুলছিল। হঠাৎ গাজীপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। আর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ের থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান ইতি নামের ওই নারী। আর পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহত দম্পতির বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ট্রেনের ধাক্কা দম্পতি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর